Skip to content Skip to footer

পিয়ার ইসলাম (জীবন)

আমি পিয়ার ইসলাম (জীবন) পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান এবং খুব আদরে মাঝে ছোট থেকে বেড়ে উঠেছি মুন্সিগঞ্জ জেলায়। মাস্টার্স শেষ করার পর বেকার জীবনে মেনে নিতে পারছিলাম না। তাই একরকম শখের বসে কোয়েল পাখি নিয়ে ছোট একটা খামার গড়ে তুলি। খুব দ্রুত এই শখের বিষয় আমার আয়ের উৎস হয়ে উঠে। আমার ছোট খামার ব্যবসায় রুপ পায় বি’ইয়ার সাথে পরিচয়ের পর থেকে। গল্পের শুরু হয়েছিল, আমার এক পরিচিতের মাধ্যেমে বি’ইয়ার কথা জানতে পারি এবং আউটরিচের মাধ্যমে বি’য়ার কাজের কথা শুনে বেশ অনুপ্রানিত হই। সত্যিটা সামনে আসে বেসিক ডিজিটাল স্কিল ট্রেনিং এ অংশগ্রহনের পর থেকে। যে ফেসবুকে আমি শুধু বন্ধুদের সাথে চ্যটিং করতাম, সেই ফেসবুকের মাধ্যেমে যে ব্যবসা করা যায় তা প্রথম জানতে পারি প্রশিক্ষনের মাধ্যমে। এখন আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানেই পাশের বিভিন্ন শহরের ব্যবসায়িরা আমার সাথে যোগাযোগ করে এবং কোয়েল পাখি ও পাখির ডিম বিক্রি করি। আমার ব্যবসার হিসাব এখন আমি কম্পিউটারে রাখি। আগামীদিনে আমার ব্যবসাকে বৃদ্ধিতে বি’ইয়াকে সব সময় পাশে চাই।

Leave a comment