
আমি মারিয়া আক্তার, ব্যবসা শুরু করি ইংরেজি ০১/০৯/১৯ তারিখে। আমার ব্যবসার নাম মারিয়া ফুড ক্যাফে। প্রথম দিকে ভালই চলছিল কিন্তু করোনায় সময় বিক্রি এতটা কমে যায় যে অনিচ্ছা স্বত্তেও দোকনটি বন্ধ করতে হলো। বেশ চিন্তিত হয়ে যাই, কোন উপায় না দেখে কয়েক মাস বসিয়ে ব্যবসা বন্ধ রেখে অন্যের কাছে দোকান ভাড়া দেই। নিজের চোখের সামনে নিজের স্বপ্নকে শেষ হতে দেখতে পারছিলাম না। ২০২০ সালের শেষের দিকে আবার দোকান নিজে শুরু করি। যেহেতু আমার দোকানটি ছিল একটি স্কুলের সামনে তাই স্কুল খোলা থাকলে বিক্রি হতো। কিন্তু সরকারের সিদ্ধান্তে স্কুল বন্ধ করা হয় আর সাথে আমার রেস্টুরেন্ট আবার বন্ধ করে দেই। মন খারাপের মাঝে বি’ইয়া থেকে অনলাইন ব্যবসা করার পরামর্শ পাই বেসিক ডিজিটাল প্রশিক্ষণ থেকে। এবার নতুনভাবে বাসা থেকে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসার প্রচারণা করা শুরু করি। পরবর্তীতে স্থানীয় পরিচিতদের কাছে আমার খাবার বিক্রি করতে থাকি কারন পূর্বেই আমার খাবারের সুনাম ছিল। বর্তমানে আমার কাছের লোকজন এবং এলাকায় তাদের ছোট অনুষ্ঠানে অর্ডার গুলো আমাকে দিচ্ছে অনলাইনে। তবে ফিউচারে নিজে রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছে আছে।