মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা উম্মে শায়লা রুমকি (২৭) একজন পিজিওথেরাপিষ্ট, সফল উদ্যোক্তা ও লেখক। উত্তরা এবং মিরপুরে দুটি ফিজিওথেরাপি সেন্টার থেকে অসংখ্য মানুষ সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছে। কিশোর বয়স থেকে রুমকির ইচ্ছে ছিলো নিজের তত্বাবধানে কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে।
২০০৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে রুমকি ফিজিওথেরাপি বিষয়ে মাষ্টার্স শেষ চাকরির সুযোগ থাকা সত্বেও চাকরি না করে নিজ উদ্যোগে মোহাম্মদপুরে ২০০৯ সালে ৫০০ স্কয়ার ফুট ঘরে শুরু ফিজিওথেরাপি সেন্টার। কিছু দিনের মধ্যে তার ফিজিওথেরাপি সেন্টার ঐ এলাকায় সুনাম অর্জন করে। কিন্তু হঠাৎ করে এক মাসের নোটিশে বাড়ির মালিক তাকে সেন্টার বন্ধ করার জন্য নির্দেশ দেয়।